“নাগরিক শক্তি”র আত্নপ্রকাশ ঘোষণার দিন দলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট (Executive President) এর সম্মান গ্রহণ করবেন একজন নোবেল পুরস্কার জয়ী।
Message
- নাগরিক ঐক্য, Nagorik Students Association – NSA এবং নাগরিক ঐক্যের অন্যান্য সংগঠনের সাথে যারা যুক্ত আছেন – আমাদের সাফল্যগুলো নিজস্ব ওয়েবসাইট বা ব্লগে সংরক্ষণ করে রাখার জন্য অনুরোধ করা হল। পরবর্তীতে নাগরিক শক্তির ওয়েবসাইটে সাফল্যগুলোর উল্লেখ থাকবে।
- Demographic Target করে আমার লেখা Print করে দেওয়া অব্যাহত রাখতে হবে (ছাত্রদের জন্য তাদের উপযোগী লেখাগুলো; নারী, সরকারি কর্মচারী – প্রত্যেক Demography র জন্য উপযোগী লেখাগুলো পৌঁছে দিতে হবে)।
- আলোড়িত করেছে – আমার এমন লেখাগুলো – সোশ্যাল মিডিয়ায় Share দেওয়া যায়।
তরুণ প্রজন্ম
#YouthEmpowerment
#LargeScaleEngineering Projects কিন্তু আমি তরুণদের নিয়েই করবো। প্রস্তুতি শুরু হোক এখন থেকেই!
#LargeScaleEngineering
Links To Articles By Me:
- “Large Scale Engineering” In Bangladesh [TahsinVersion2]
- “জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ”: মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞানের উৎকর্ষ সাধন [TahsinVersion2.com]
“সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এই গাড়ি টানা চলবে ৬ ঘণ্টা পর্যন্ত।
ডিআইইউ (DIU)র সামনে দেখা মিলল এই শিক্ষার্থীদের একাংশের। তাঁরা সবাই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রথম বর্ষে পড়ছেন।
২২ জনের এ দলের তিন মাসের পরিশ্রমের ফসল এই গাড়ি। উদ্দেশ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ‘ইলেকট্রিক সোলার ভেহিক্যাল চ্যাম্পিয়নশিপ ২০১৪-১৫’-তে অংশগ্রহণ।
[Technical Details: ] হালকা রাখতে তাঁরা পিভিসি বোর্ডের আবরণে তৈরি করেছেন গাড়িটি। ৭ ফুট লম্বা ও ৪ ফুট প্রস্থের গাড়ি দুজন মানুষ বহন করতে পারে। গাড়িটির পাঁচটি সোলার প্যানেল ২৮০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। চারটি ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ করে রাখবে, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে একটানা চলবে ৬ ঘণ্টা।
যদি কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে তো বাণিজ্যিকভাবে বাজারজাতকরণ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে ধারণক্ষমতা এবং গতিবেগ—দুটোই বাড়ানো যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় ক্রেতাদের সাধ্যের মাঝেই থাকবে।
[Note: Academia – Industry Collaboration]
এখন পর্যন্ত প্রকল্পটির সব খরচ চালিয়েছেন শিক্ষার্থীরা নিজের পকেট থেকে। এমনকি শখের বাইসাইকেল বিক্রি করেও তাঁরা প্রয়োজনীয় অর্থের জোগান দিয়েছেন। ‘ইয়েস ইউ ক্যান’ (“Yes You Can”) বা ‘তুমিই পারবে’ নামের দলটি সব বাধা পেরিয়ে সফল হতে চায়, দেখতে চায় সবুজ এক পৃথিবী।”
আলোচনা সভা – সমাবেশ – উদ্যোগ
“ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বার্ষিক ব্যবসা সম্মেলন গত শনিবার রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আবু তায়েব মুহাম্মদ জহিরুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ১৪৮টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।”
মতামত – কলাম
সারাদেশের খবর
“গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রশিক্ষণ এলাকায় গিয়ে সেনাসদস্যরা স্থানীয় জনসাধারণের মাঝে হাঁস-মুরগী বিতরণ করেন। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ছাড়াও অসুস্থ গবাদিপশুকে চিকিৎসাসেবা দেন তারা।
সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ভাউমান টালাবহ মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্ধোধন করেন সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। চিকিৎসা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরভিঅ্যান্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল নাজির আহমদ, মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল হারুন আল রশিদ, লে. কর্নেল মো. তুহিন হাসান, মেজর মো. মোশফেকুজ্জামান খান, মেজর আসাদুজ্জামান চৌধুরী, স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন আহমদ সুজন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, চিকিৎসা ক্যাম্পে চার হাজার ৫শ’ ৩০টি গরু, ৪০টি মহিষ, এক হাজার ৭শ’টি ছাগল, ২শ’টি ভেড়া, ১০ হাজার হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।”