নাগরিক ঐক্যের আলোচনা সভা – সমাবেশ – উদ্যোগ
Youtube Playlist: নাগরিক ঐক্য
গণজাগরণ মঞ্চ
- ‘যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে তারাও মানবতাবিরোধী’ : নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার [prothom-alo.com]
- রাজনীতির নামে দেশব্যাপী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি [kalerkantho.com]
“নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, আজকে যারা রাজনীতির নামে মানুষ হত্যা করছে, তারাও যুদ্ধাপরাধীদের মতো মানবতাবিরোধী অপরাধী। তাদের বিরুদ্ধে দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন। হরতাল-অবরোধে সহিংসতায় আহত মানুষকে দেখতে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা গতকাল সেখানে যান।”
তরুণ প্রজন্ম
#YouthEmpowerment
Youtube Playlist: নাগরিক তারুণ্য – গণজাগরণ মঞ্চ
“আমরা করবো জয়”
“আর নয় ধ্বংসের গান,
জনতার ঐকতান,
সৃষ্টির সুরে হবে গান একদিন।
আমরা মানি নাকো বাঁধা বন্ধন।
একদিন সূর্যের ভোর,
একদিন স্বপ্নের ভোর,
একদিন সত্যের ভোর আসবে।
পৃথিবীর মাটি হবে মধুময়,
বাতাস হবে মধুময়,
আকাশ হবে মধুময় একদিন।
বুকের গভীরে আছে প্রত্যয়,
আমরা করবো জয়।”
Education: Platforms & Services
“জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ”
- ডাচ্–বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব : গণিত শিখে দেশ গড়ার স্বপ্ন [prothom-alo.com]
- ঢাকায় আঞ্চলিক গণিত উৎসব শুরু [prothom-alo.com]
International Relations – Foreign Policy – Dilpomacy
Bangladesh – United States Relations

“বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কে চালু হলো কাগজপত্রহীনও অবৈধদের জন্য সিটি আইডি কার্ড। ফ্লাশিংয়ের কুইন্স লাইব্রেরিতে ঐতিহাসিক এই সিটি আইডি কার্যক্রমের উদ্বোধন করলেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ব্লাজিও।
নিউইয়র্কে অবৈধ ও কাগজপত্রহীন নির্বিশেষে সিটি আইডি দেওয়ার আইনটি সিটি কাউন্সিলে উত্থাপন করেন বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কাউন্সিলমান ডেনিয়েল ড্রম।
সিটি আইডি কার্যক্রমে প্রাথমিকভাবে মোট ১৭টি কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে বাংলাসহ মোট ২৫টি ভাষায় সিটি আইডি আবেদনপত্র পাওয়া যাবে।”
Bangladesh – Argentina Relations
“বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্টর চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
জানা যায়, খুব শিগগিরি বাংলাদেশে শুরু হতে পারে ফ্রাঞ্চাইজি ভিত্তিক একটি ফুটবল লিগ। প্রাথমিক প্রস্তাবে জানানো হয়, এ লিগে অংশ নেবে মোট আটটি দল। সাতটি বিভাগীয় দলের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। প্রত্যেক দলের হয়ে অংশ নেবেন বিশ্বের কিছু তারকা কোচ এবং খেলোয়াড়।”