নাগরিক ঐক্য #Nagorik
“নাগরিক শক্তি”র আত্নপ্রকাশ ঘোষণার দিন দলের Executive President এর সন্মান গ্রহণ করবেন একজন Nobel Prize Winner.
জাতীয় পার্টি
গণফোরাম
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি (JSD)
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (CPB)
- নাগরিক ঐক্যের সমাবেশ
- মাহমুদুর রহমান মান্না, ড. কামাল, মুজাহিদুল ইসলাম সেলিম, আসম রব
- নাগরিক ঐক্যের আন্দোলন
- নাগরিক ঐক্যের আন্দোলন
“নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান শেখ হাসিনা। যদি দেশের সংকট নিরসন করতে না পারেন তবে পদত্যাগ করুন।
ড. কামাল হোসেন বলেন, শেখ হাসিনা বলেছিলেন ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। বিএনপি ও আওয়ামী লীগ অসাংবিধানিক কাজ করছে। জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে জনগণকে।
জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে।
ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর বলেন, উত্তরণের জন্য নির্বাচন জরুরি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, অবরোধে এ পর্যন্ত ৩০-৩৫ জন মানুষ মারা গেছেন। সরকার এক ও দুই টাকার নোট বাতিল করে দিচ্ছে। বিদ্যুতের দাম বাড়াচ্ছে। গরিব মানুষের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশ।”
‘দুটি বড় দলের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে আছে।’
দুটি দল যে নির্বাচনে জয়ী হয়ে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক হয়ে ওঠে, তা জনগণ দেখেও না দেখার ভান করছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে।
আজ যদি বড় দল দুটি অগণতান্ত্রিক ও স্বৈরাচারী হয়ে ওঠে, তার জন্য জনগণের দায়ও কম নয়। আমরাই তো এ ধরনের নেতৃত্বকে ক্ষমতায় বসিয়েছি বা বিভিন্ন সময় ক্ষমতায় বসিয়ে থাকি।
তারেক রহমান নিয়ে বিএনপির বহু সমর্থকের মনে প্রশ্ন রয়েছে। বিএনপির জামায়াতঘেঁষা রাজনীতিও অনেকের না-পছন্দ।
ড. আকবর আলি খানের মতে, আমাদের ‘প্রধানমন্ত্রী’ মোগল বাদশাহদের চাইতেও ক্ষমতাবান।
দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন
সরকার যদি তাদের জেদের বশে ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আমাদের আশঙ্কা।”
প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (PDP)
“সংবাদ সম্মেলনে পিডিপি’র ঢাকা মহানগর আহ্বায়ক অধ্যক্ষ বদিউল আলম, সদস্য সচিব মাসুদুজ্জামান, উত্তরবঙ্গের সমন্বয়ক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।”
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন
“সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।”
“আব্দুন নূর তুষার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন-
“ডিজিটাল দেশে ভাই ডিজিটাল আইন,
ভাইবার চালাইলে হয়া যাবে ফাইন!
আমি খুব সিরিয়াস , করিনাতো ব্যঙ্গ
তাই আমি কখনই চালাইনা ট্যাঙ্গ
কি বলেন, এইসব কারা করে, ক্যান গো?
যারা এই সরকারে উপদেশ দ্যান গো!”
সাংবাদিক প্রভাষ আমিন লিখেছেন-
“যারা ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করেছে, তাদের একটু জুতা আবিস্কার গল্পটা একটু শুনিয়ে দেন প্লিজ। ধুলা সরানোর নামে জগত ধুলাময়, কাদাময় না করে নিজের চরণ দুটি ঢেকে দিলেই হয়।”
তথ্যপ্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন-
“আমার দুই মেয়ে নিজেদের মাঝে ভাইবারেই কথা বলে। আমাদের বিটিআরসি যে একটি গাধার প্রতিষ্ঠান সেটি আমার ছোট মেয়ে জানালো। ও বললো, আব্বু ভাইবার ব্যবহারতো বন্ধ করা যায় নাই। যারা ভাইবার ব্যবহার করতে চাও তারা আমার মতো ভাইবার আনইন্সটল কর, আবার ইন্সটল করার সময় বাংলাদেশের নয় এমন একটি মোবাইল নাম্বার দাও, সেই নাম্বারটাতে কোড যাবে-সেই কোডটা দিতে হবে। তুমি এরপর যখন কথা বলবে তখন সেই ফোনটা অন থাকলেই হয়। বিটিআরসির মাথায় এতো গোবর যে তারা ভাইবার বন্ধ করে আমাদের তরুণদের বকা খাওয়া ছাড়া কাজের কাজ কিছুই করতে পারেনি।”
Law Enforcement Agencies
- নিহত বিজিবির স্ত্রী পেল বাড়ি [priyo.com]
International Relations – Foreign Policy – Diplomacy
“বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিজেপির সভাপতি অমিত শাহ্র ফোনালাপ ও ছয় মার্কিন কংগ্রেস সদস্যের বিবৃতি – এ দুটি বিষয় পুরোপুরি মিথ্যা”
জনসমর্থন হারিয়ে বিএনপি এখন বানোয়াট গল্প প্রচার করে – নিজেদের বিদেশী শক্তিতে শক্তিমান দেখানোর – ছেলেমানুশী এবং লজ্জাকর প্রচেষ্টা চালাচ্ছে।
References:
> আজকের উপলব্ধিতে বাংলাদেশ [১৪.০১.১৫] :

“ওই বিবৃতি লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এক সহকারী সংবাদমাধ্যমেপাঠিয়েছিলেন বলে পরে জানা যায়।”
> আজকের উপলব্ধিতে বাংলাদেশ [১০.০১.১৫] :
International Relations – Foreign Policy – Diplomacy
#BangladeshSoccer
Bangladesh – Argentina Relations
- বাংলাদেশে আসছেন ম্যারাডোনা [banganews24.com] [16.01.15]
“বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল টুর্নামেন্টর চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
জানা যায়, খুব শিগগিরি বাংলাদেশে শুরু হতে পারে ফ্রাঞ্চাইজি ভিত্তিক একটি ফুটবল লিগ। প্রাথমিক প্রস্তাবে জানানো হয়, এ লিগে অংশ নেবে মোট আটটি দল। সাতটি বিভাগীয় দলের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। প্রত্যেক দলের হয়ে অংশ নেবেন বিশ্বের কিছু তারকা কোচ এবং খেলোয়াড়।”
অন্যান্য রাজনৈতিক দল – রাজনীতিবিদ