নাগরিক ঐক্য : গণজাগরণ মঞ্চ
“হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারার প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘হরতাল-অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে’ সন্ত্রাসবিরোধী আলোর মিছিল ও অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, এক দল হরতাল-অবরোধের নামে আমাদের গায়ে আগুন দিচ্ছে আর সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এর দায় দুই পক্ষকেই নিতে হবে।
সরকার জনগণের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি।
নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আবুল বারাকাত বলেন, আজ নির্বিচারে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে। এ সময় সবাইকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এসময় গণজাগরন মঞ্চের কর্মীরা মোমবাতি হাতে নিয়ে সন্ত্রাসবিরোধী আলোর মিছিল করে। এই আলোর মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষীনী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রসু, ভারতের অল ইন্ডিয়া ছাত্র অ্যাসোসিয়েশনের [http://en.wikipedia.org/wiki/All_India_Students_Association%5D সভাপতি সুচি দে প্রমুখ।”
নাগরিক ঐক্য : সম্মিলিত সাংস্কৃতিক জোট
#MinorityRights
“একটা রিকনসিলেশন, একটা মিলমিশ নিশ্চয়ই আমরা আশা করতে পারি।”
International Relations – Foreign Policy – Diplomacy
Saudi Arabia
- সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সালমান [prothom-alo.com]
“সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।”