নাগরিক ঐক্য #Nagorik
“সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’ রাজনীতিতে গুণগত পরিবর্তনের দাবি জানায়. ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবর্তন চাই এর আয়োজনে শনিবার সকাল ১১টায় মানববন্ধন, গায়েবানা জানাজা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকার সমাবেশে স্থপতি ইকবাল হাবিব বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।
মুহিদুল হক বলেন, দুষ্ট লোকরাই ঐক্যবদ্ধ থাকে। আমাদের দরকার ভালো মানুষদের সম্মিলন।
নাগরিক ঐক্যের জাকিয়া বেগম বলেন, দেশে কতো বড় সংকট হলে পরিবর্তন চাই এর মতো একটি সবুজ সংগঠন এমন একটি আয়োজন করতে বাধ্য হয়।
জিয়াউর রহমান নতুন নেতৃত্বের দাবি জানান।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রকৃত গণতন্ত্রের চর্চা না করলে সহিংসতার বিকাশ ঘটতেই থাকবে।
ব্যারিস্টার সারা হোসেন বলেন, সহিংসতা এখনই বন্ধ করতে হবে।
গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের মূল সমস্যার দিকে তাকাতে হবে।
পরিবর্তন চাই এর চেয়্যারম্যান ফিদা হক বলেন, দেশে যে বিশাল তরুণ শক্তি রয়েছে তাদেরকে উদ্যোগ নিয়ে নতুন বিকল্প শক্তি দাঁড় করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থপতি মুবাশ্বির হোসেন, ফারজানা শাহনাজ মজিদ, অ্যাডভোকেট মাহবুবুল আলম, মুহিদুল হক, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, নাগরিক ঐক্যের জাকিয়া বেগম ও ইফতেখার আহমেদ এবং পল্লীমা সংসদের হাফিজুর রহমান ময়না।”
নাগরিক ঐক্য #Nagorik
“বিএনপিকে পেট্রলবোমা ছোড়া বন্ধ করতে হবে। আর সরকারকে ইয়াহিয়া–আইয়ুবীয় শাসন বন্ধ করতে হবে। এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। দেশে বর্তমানে সাংবিধানিক শাসন নেই, আমরা জনগণের ক্ষমতায়ন চাই।’”
নাগরিক ঐক্য #Nagorik
“এখন দেশে যা চলছে তা সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। এ ধরনের পরিস্থিতিতে সব খাতই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে সব ধরনের ব্যবসাতেই এর প্রভাব পড়বে, যা পুরো অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে।”
অর্থনীতি ও বাণিজ্য [Economics & Business]
Finance & Banking
Entrepreneurship Development
“জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ”
International Relations – Foreign Policy – Diplomacy
#MinorityRights
#TowardsCrimeFreeBangladesh
স্বর্ণ চোরাচালান, মুদ্রা পাচার
#StopDrugTrafficking