নাগরিক ঐক্য #Nagorik : গণজাগরণ মঞ্চ #YouthEmpowerment
“সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার বলেন, সরকারের গাফিলতি রয়েছে। নিরীহ মানুষদের আগুনে পুড়িয়ে মেরে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করা হয়েছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জামায়াত চিহ্নিত যুদ্ধাপরাধী জঙ্গি সংগঠন হওয়া সত্ত্বেও সরকার তাদের নিষিদ্ধ করছে না। অথচ জামায়াত-শিবির হরতাল-অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর দায় সরকারও এড়াতে পারবে না, বলেন তিনি।
সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিরাপত্তার নামে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সাম্যবাদী দলের নেতৃবৃন্দ ও উদীচির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।”
“রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রতিহত করা হবে।”
আলোকচিত্রে গণজাগরণ মঞ্চ
নাগরিক ঐক্য #Nagorik : সিলেট জেলা গণজাগরণ মঞ্চ
“উপস্থিত ছিলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্কৃতিকর্মীরা ।
জাগরণযাত্রা পরবর্তী সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কীম, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আশরাফুল কবির, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি পাপলু বাঙ্গালী, মঞ্চের সংগঠক রাজীব রাসেল।”
নাগরিক ঐক্য #Nagorik : নোয়াখালী জেলা গণজাগরণ মঞ্চ
“নোয়াখালী জেলা গণজাগরণ মঞ্চ আয়োজিত মানবন্ধনে অংশগ্রহণ করে
সেক্টর কমান্ডার্স ফোরাম,
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি,
সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ,
নোয়াখালী টাউন হল, দোকান কর্মচারী সমিতি সহ বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের শতশত মানুষ।
নোয়াখালী জেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়ক নাজমুর সাকিব পারভেজের সভাপতিত্বে অনুীষ্ঠত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাবেক জেলা ইউনিট কমান্ডার মিজানুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজি মানছুরুল হক খসরু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকসি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।”
নাগরিক ঐক্য #Nagorik : দিনাজপুর জেলা গণজাগরণ মঞ্চ
দিনাজপুর জেলা গণজাগরণ মঞ্চের ‘জাগরণ যাত্রা’
নাগরিক ঐক্য #Nagorik : চট্ট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চের দ্বিতীয় বর্ষপূর্তিতে সীতাকুণ্ড গণজাগরণ মঞ্চের ‘জাগরণ যাত্রা’
নাগরিক ঐক্য #Nagorik : গণজাগরণ মঞ্চ এবং নাগরিক ছাত্র ঐক্য (Nagorik Students Association – NSA) র সমাবেশে আদিবাসী ছাত্র সংগঠন, নারী সংগঠনগুলোর একাত্মতা
#MinorityRights #WomenEmpowerment
Youtube Playlist (Compiled By Me): নাগরিক তারুণ্য – গণজাগরণ মঞ্চ