সরকারের রূপরেখা
নাগরিক শক্তি কর্তৃক গঠিত সরকারের মন্ত্রীসভার পরিকল্পনাঃ
অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance) এর দায়িত্ব দেওয়া হবে দেশের একজন শীর্ষ অর্থনীতিবিদ (Economist) এর হাতে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (Ministry of Commerce and Industry) এর দায়িত্ব দেওয়া হবে শিল্প ব্যবসায়ীদের একজন প্রতিনিধির হাতে।
শিল্প ব্যবসায়ীরা বিভিন্ন Industrial Sectors এর বিকাশে গুরুত্বপূর্ণ উপাদানগুলো বা Requirements সম্পর্কে ওয়াকিবহল। নিজেদের শিল্পের বিকাশ ঘটাতে গিয়ে তাদের এসব উপাদানের সাথে পরিচয় ঘটেছে।
শিল্প ও বাণিজ্যের বিকাশে ভূমিকা রাখে – এমন উপাদানগুলোর মাঝে রয়েছে:
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি, Infrastructure, Bank Loans, কর্মীদের শিক্ষাগত যোগ্যতা, Land (স্বল্পদামে জমি, Industrial Parks, etc.), Machinery Requirements.
দেশে বাণিজ্য ও শিল্পের বিকাশে এসব Required Developments সম্পন্ন করতে – একজন শিল্প ব্যবসায়ী সবচেয়ে যোগ্য।
তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী – মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি কোন লাভজনক প্রতিষ্ঠান (For-profit Corporation) পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন না।
এই দুটি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সাথে নিবিড়ভাবে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর (Governor of Bangladesh Bank)।
দেশের অর্থনীতির গতি নির্ধারণে উল্লেখিত তিনজন-এর ভূমিকা হবে সবচেয়ে বেশি।