নাগরিক ঐক্য #Nagorik
“নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত প্রদান ও এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বিবৃতি দিয়েছেন দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে সই করেছেনঃ আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, আহমদ রফিক, হাসান আজিজুল হক, যতীন সরকার, সৈয়দ আনোয়ার হোসেন, বদিউল আলম মজুমদার, হায়াৎ মামুদ, কবি রফিক আজাদ, সুলতানা কামাল, সফিউদ্দিন আহমদ, সৈয়দ মনজুরুল ইসলাম, সারওয়ার আলী, মালেকা বেগম, শওকত আরা হোসেন, শফি আহমদ, শান্তনু কায়সার, মামুনুর রশীদ, আনু মুহাম্মদ ও এম এম আকাশ।”
International Relations – Foreign Policy – Diplomacy
World Bank #Nagorik
2 Billion Dollar ঋণ সহায়তা এনে দিয়েছি। আরও Loan, Investments নিয়ে আসবো। কিন্তু এসব নিয়ে দুর্নীতি বা কোনরকম অনিয়ম হলে আইনের আওতায় আনা হবে।
“বাংলাদেশের উন্নয়নে চলতি বছরের জুনে আরও এক বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এরইমধ্যে চলতি অর্থবছরে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।”
“বিশ্বব্যাংক আগামী জুনের শেষ নাগাদ বাংলাদেশকে প্রায় ২০০ কোটি ডলার (২ বিলিয়ন ডলার) ঋণ সহায়তা দেবে; যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা।”
Law Enforcement Agencies
“বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের অধিনায়ক কর্নেল মো. আকরামুল হক ও বিএসএফের পক্ষে কিষানগঞ্জ সেক্টরের অধিনায়ক ব্রিগেডিয়ার এ এস পানোয়ার।”
International : China
“প্রেসিডেন্ট জিনপিংয়ের ‘ফোর কমপ্রিহেনসিভস’কে সংক্ষেপে তুলে ধরেছে পিপলস ডেইলি। সেগুলো হলো,
নিবিড়ভাবে একটি মাঝারি মানের সমৃদ্ধ সমাজ বিনির্মাণ,
সংস্কারকাজকে জোরদার করা,
আইন অনুসারে নিবিড়ভাবে শাসনকাজ পরিচালনা করা এবং
দলকে (চীনা কমিউনিস্ট পার্টি) কঠোরতার সঙ্গে পরিচালনা করা।”