মাদকমুক্ত বাংলাদেশ #StopDrugTrafficking #Nagorik
Youtube Playlist (Compiled By Tahsin):
#StopDrugTrafficking – South Asia & South East Asia Region
“আটক মাদকের মধ্যে রয়েছে ৪০ হাজার ৩শ’ ৮১ বোতল ফেনসিডিল, ৬ লাখ ১৪ হাজার ৩শ’ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২ হাজার ৪শ’ ১১টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২৩ হাজার ২শ’ ৭০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৬ লিটার স্থানীয় (দেশীয়) মদ, ১ হাজার ৬৯ ক্যান বিয়ার, ৫শ’ ৮১ কেজি গাঁজা, ২ কেজি ৫শ’ ৪৫ গ্রাম হেরোইন, ২ হাজার ৯শ’ ৮৬টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ৮৮ হাজার ৮শ’ ১৯টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।
একই মাসে বিজিবির অভিযানে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৬টি বন্দুক, ৪টি ম্যাগজিন, ৩টি ককটেল ও ৩৬ রাউন্ড গুলি।”
- কমলাপুরে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ [বাংলানিউজ২৪]
- পবায় হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক [বাংলানিউজ২৪]
- হাতীবান্ধায় ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড [বাংলানিউজ২৪]
International Relations – Foreign Policy – Diplomacy
Bangladesh – India Relations
- তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সায়, প্রধানমন্ত্রী মোদিকে চিঠি [প্রথম আলো] #Nagorik
“বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত বা ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদনে আগেই সায় দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সায় দিলেন তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের ব্যাপারেও। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন।
এই চিঠির কথা উল্লেখ করে আজ বুধবার কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইনে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ—পানির ভাগ নিয়ে দুই পক্ষেরই কিছু দাবিদাওয়া রয়েছে। এই চুক্তি নিয়ে যে জট পাকিয়েছে, তা আলোচনার মাধ্যমে কাটিয়ে ফেলা সম্ভব।’”