নাগরিক ঐক্য #Nagorik
- মান্না ভাইয়ের জন্য: সাবেক সাংসদ গোলাম মাওলা রনি [বাংলাদেশ প্রতিদিন] #Politics #PoliticalReform
“১/১১’র পর জনাব মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগ থেকে দূরে সরে এলেও দলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তায় তেমন হেরফের যে হয়নি তা আমি বুঝেছিলাম ২০০৮ সালের গোড়ার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানের কল্যাণে।
মান্না ভাই যখন বক্তব্য দিতে উঠলেন তখন সমবেত নেতা-কর্মীরা তাকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানাল এবং তার হৃদয়গ্রাহী বক্তব্য শুনে বার বার হর্ষধ্বনি দিয়ে বক্তব্য দীর্ঘায়িত করার জন্য আওয়াজ তুলতে লাগল।”
Business & Economy – অর্থনীতি ও বাণিজ্য
- প্রোটন গাড়ি সংযোজন কারখানা হচ্ছে দেশে [প্রথম আলো]
“চট্টগ্রামের পিএইচপি গ্রুপ প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলায় ৩০ একর জায়গাজুড়ে এই কারখানা নির্মাণ করবে। কারখানাটিতে বছরে ১ হাজার ২০০ মোটরগাড়ি সংযোজন ও বিপণনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই শিল্পগোষ্ঠী।
মালয়েশিয়ার সেলাঙ্গরে প্রোটন সেন্টার অব এক্সেলেন্স কমপ্লেক্সে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রোটনের চেয়ারম্যান মাহাথির মোহাম্মদ এবং ‘পিএইচপি ফ্যামিলি’র চেয়ারম্যান সুফী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। #Nagorik
প্রথমে গাড়ি সংযোজন দিয়ে শুরু করলেও পর্যায়ক্রমে সম্পূর্ণ নতুন গাড়ি তৈরির কারখানা চালু করার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন উদ্যোক্তারা।”
Bangladesh Cricket Team @Cricket World Cup 2015
- বাংলাদেশ দল সেমিফাইনালে চোখ রেখেই আজকে ভারতের বিপক্ষে মাঠে নামবে। #BDinWC15
- Bangladesh aim to fell a giant [ESPN Cricinfo]
- পেস ত্রয়ী আর সাকিবের প্রশংসা রায়নার [বিডিনিউজ]
- আড়াইশ’ করেও জিততে পারে বাংলাদেশ: গাভাস্কার [বিডিনিউজ]
- মাশরাফি-সাকিবদের জন্য শুভকামনা জানিয়ে পতাকা শোভাযাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি [প্রথম আলো]
“পতাকা শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাব, পল্টন এবং শাহবাগ হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়।
এ ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সংগঠনটির পক্ষ থেকে পতাকা শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুরে ৩০০ ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা হয়েছে।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ জিতলে ম্যাচ শেষে টিএসসি থেকে বিজয় মিছিল বের করার ঘোষণা দেন সংগঠনটির সদস্যরা।
এর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানাতে একটি ফেসবুক ইভেন্টের মাধ্যমে পতাকা শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি পালনে প্রচার চালায় বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি।
সংগঠনটির পক্ষ থকে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন কর্মসূচিতে থাকার জন্য আহ্বান জানানো হয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সকল মানুষকে।”
- গতকালের খবর: টাইগারদের শুভ কামনায় পতাকা শোভাযাত্রা বুধবার [বাংলানিউজ২৪]
মাদকমুক্ত বাংলাদেশ #StopDrugTrafficking #Nagorik
- শিবগঞ্জে হাজার বোতল ফেনসিডিল জব্দ [বাংলানিউজ২৪]