“পরিকল্পনা বাস্তবায়নের ধাপ হিসেবে নির্ধারিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।” #Elegance
নাগরিক ঐক্য #Nagorik : নাগরিক সমাজ
- বাংলাদেশের রাজনীতির অর্ধেক সমস্যা কমে যাবে বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করলে: ব্যারিস্টার রফিক-উল হক [প্রথম আলো]
দুর্নীতিমুক্ত বাংলাদেশ #SayNoToCorruption
“জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। পাশাপাশি অর্থ পাচার আইনেও অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, তদন্তে বদির নামে-বেনামে ১০ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৯৭৫ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে।
দুদক সূত্রটি আরও জানায়, বদিকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তাকারী হিসেবে বদির ভাই আব্দুস শুকুরকে চিহ্নিত করেছে অনুসন্ধান দল। তদন্তে আব্দুস শুকুরের ব্যাংক হিসাবে ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মহাজোট সরকারের পাঁচ বছরে বদির আয় বেড়েছে ৩৫১ গুণ।”
[ Link: দেশের সন্ত্রাসীদের গডফাদার দুর্নীতিবাজদের ভয়াবহতার চিত্র – ২ [বদিরা ৬ ভাই] ] #StopDrugTrafficking
“… এসব ঘৃণ্য অপরাধীদের সমস্ত ঘৃণ্য কার্যকলাপ পত্রপত্রিকার রিপোর্ট এবং ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সামনে উন্মোচিত হবে, মানুষ তাদের ঘৃণা করবে এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে।”
মাদকমুক্ত বাংলাদেশ #StopDrugTrafficking #Nagorik