নাগরিক ঐক্য #Nagorik
মাদকমুক্ত বাংলাদেশ #StopDrugTrafficking #Nagorik
- মাদকের বিরুদ্ধে আদিবাসী নারীরা [প্রথম আলো]
“দিনাজপুরের নবাবগঞ্জ ও পার্বতীপুর এবং রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার আদিবাসী-অধ্যুষিত গ্রামগুলোতে মাদক ব্যবসা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন আদিবাসী নারীরা।”
Education
“পদার্থবিজ্ঞান বা রসায়নের নানা সূত্র কাজে লাগিয়ে নিত্যনতুন উদ্ভাবন করে তা মেলায় নিয়ে আসার সেই আনন্দময় দিন নতুন করে শুরু হতে যাচ্ছে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইন্টারনেট উৎসবসহ বিভিন্ন উৎসবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এসব উৎসবের মধ্য দিয়ে দেশের নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার একটি ধারা সৃষ্টি হয়েছে।
আয়োজনে দেশের খুদে বিজ্ঞানীদের সঙ্গে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। ২০০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জন সি মাহের তাঁর ভিডিও বক্তব্যে বাংলাদেশের শিশু-কিশোরদের এই আনন্দ আয়োজনে অংশ নিতে আহ্বান জানান।”