নাগরিক ঐক্য #Nagorik
- দেশে বিচারহীনতা সংস্কৃতিতে পরিণত হয়েছে: ত্বকী মঞ্চের গোলটেবিলে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী [প্রথম আলো] #Nagorik
“সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে তিনি কলম প্রস্তুত রাখতে বলেছেন, কেন না তাঁকে প্রচুর টেন্ডারে স্বাক্ষর করতে হবে। তিনি জনগণের ভোটে নয় বরং টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতার জোরে নির্বাচনে জিতেছেন।
সাংবাদিক কামাল লোহানী বলেন, সরকার সমর্থক ছাত্রলীগ সব হিংসার মূলে থাকছে।
ত্বকীর বাবা ও মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিলে বক্তব্য দেন শিক্ষাবিদ এমিরিটাস প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক অজয় রায়, প্রফেসর আনু মুহাম্মদ, সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।” #Nagorik
অর্থনীতি ও বাণিজ্য Business & Economics
“জাতিসংঘের (United Nations) অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসকাপ) এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশ নিয়ে সূচকটি তৈরি।”