ঐক্য
“দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ (Carbon Emission) শূন্যের পর্যায়ে থাকবে, এমন এক বিশ্ব গড়ার লক্ষ্যে – চারটি মহাশক্তি – তারুণ্য ( #YouthEmpowerment #SocialMediaForSocietalTransformation ) , প্রযুক্তি, সামাজিক ব্যবসা (Social Business) ও সুশাসন (Good Governance) কে কাজে লাগানোর কথা বললেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তাহসিনা খাতুনের নেতৃত্বে গ্রামীণ ব্যাংকের নির্বাচিত নারী প্রতিনিধিরা মঞ্চে ওঠেন।
মঞ্চে ছিলেন ইংরেজি দৈনিক “The Daily Star” Editor & Publisher মাহ্ফুজ আনাম ( #Nagorik ), যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ফ্রান্সের রাষ্ট্রদূত সুফি অ্যাবার্ট, সুইডেনের রাষ্ট্রদূত জন ফ্রাইসেল, চীনের রাষ্ট্রদূত মা জিংজিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরামর্শক শরিফাহ হাপসা সাহাবুদ্দীন।”
“অনন্ত … অভিজিত রায় … ওয়াশিকুর রহমান বাবু … রাজীব হায়দার #StopExtremismLedViolence
আজকাল “নাস্তিক” এবং “ব্লগার” দুটো শব্দকে সমার্থক করে ফেলার জন্যে খুবই চেষ্টা করা হচ্ছে। অথচ মজার ব্যাপার হল, যদি আমাদের কখনও ইসলাম ধর্ম (বা অন্য কোনো ধর্ম) নিয়ে কোনো জরুরি তথ্য বা বিশ্লেষণের দরকার হয় তখন আমরা সেটা খুঁজে পাই কোনো একজন ইসলামি চিন্তাবিদ ব্লগারের লেখা থেকে। ইন্টারনেটে শুধুমাত্র ইসলাম ধর্মের উপরেই অসংখ্য ব্লগ আছে। অসংখ্য খাঁটি মুসলমান ব্লগার আছেন।”
ঐক্য
“সংগঠক ইলিয়াস কাঞ্চনকে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) আন্দোলনের জন্য সম্মাননা পুরস্কার। ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ৩৪৫ জন সংসদ সদস্য আছেন – যদি তারা প্রত্যেকে দিন একটি ভলো কাজ করেন তাহলে প্রতিদিন ৩৪৫টি ভালো কাজ হয়। “
চট্ট্রগ্রাম
“প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিভ স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ মার্যাদার ৭৪ জন ছিলেন প্রতিনিধি দলে।
আয়োজিত সভায় পিএইচপি শিল্প পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ( #Nagorik ) ও নাশনাল ডিফেন্স কলেজের ব্রিগেডিয়ার জেনারেল কামরুল আহসান বক্তব্য রাখেন।”
ঐক্য
“সৈয়দ মুহাম্মদ হাসান বলেন, নিজ কর্মগুণে একজন মানুষ কতটা প্রভাব বিস্তার করে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত জামাল আহমদ সিকদার। তার নির্লোভ, নির্মোহ জীবনাচার থেকে নতুন প্রজম্মের অনেক কিছুই শেখার আছে।
রেজাউল আলী জসিম চৌধুরী‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (প্রশাসন) গোলাম রসুল, অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর হক্কানী, সৈয়দ বদিউজ্জামান, মরহুম জামাল আহমদ সিকদারের পুত্র মুহাম্মদ জোনাইদ হোসাইন।”
মাদকমুক্ত বাংলাদেশ #StopDrugTrafficking
“জব্দ মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৬৩ হাজার ৪শ ৫২টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ হাজার ৩শ ১০ বোতল ফেনসিডিল, ৭শ ৯৮ কেজি গাঁজা, ২৮ হাজার ২শ ৭৩ বোতল বিদেশি মদ, ২শ ১০ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬শ ৭৬টি এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৭শটি নেশাজাতীয় ইনজেকশন এবং ২২ লাখ ৭৫ হাজার ১শ ৮৬টি বিভিন্ন ধরনের ট্যাবলেট।”
International Relations
International: India
- কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর সহিংসতা সহ্য করা হবে না: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি [প্রথম আলো] #MinorityRights
“নেপালের দিকে দৃষ্টি প্রধানমন্ত্রী মোদীর!”
International: Indian Cricket
“সঙ্গে যোগ দিয়েছেন আরেক সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। ভারতের সাবেক ব্যাটিং স্তম্ভকে নিয়ে একটি পরামর্শ কমিটি বানাতে যাচ্ছে BCCI।” #IndianCricket