নাগরিক ঐক্য #Nagorik
Business & Economy
“১৪ এপ্রিল World Bank-র জিডিপি প্রতিবেদন ও একই মাসে IMF-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৩ সালে বাংলাদেশের জিডিপি (GDP) বিশ্বে ৫৮তম স্থানে ছিল। ২০১৫ সালে জিডিপিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (PPP) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ৩৬ তম ছিল। এখন তা ৩৩ তম স্থানে পৌঁছেছে।”
“প্রান্তিক ও ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের দু’শ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে ৭০ লাখ টাকার এ চুক্তি সই হয়।” #FinanceAndBankingForAll
Business & Economy: Tourism
Beautiful Bangladesh “রুপসী বাংলা”
“১ হাজার ২৭ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে বরাদ্দ।
তারকা মানের একাধিক হোটেল, মোটেল ও কটেজ, সুইমিংপুল, কনভেনশন হল, বিনোদন পার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে ওই এলাকায় কয়েক লাখ লোকের কর্মসংস্থান হবে। কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো (Infrastructure) গড়ে তোলা হবে।“
Bangladesh Cricket Team
#WomenEmpowerment
- শরীয়তপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা #WomenEmpowerment #HeForShe
“বাল্য বিবাহকে না বলি’ স্লোগানে শরীয়তপুর সদর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।”