নাগরিক ঐক্য #Nagorik
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Information and Communications Technology
“সেমিনারটির আয়োজন করে ডিআইআইটি এবং এমআইএসসি। সেমিনারের উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান ( #Nagorik )।”
বড় Engineering প্রজেক্ট সম্পূর্ণভাবে বাংলাদেশীদের মাধ্যমে সম্পন্ন করতে – আমাদের ডেভেলাপারদের এবার বড় আকারের সফটওয়্যার ডেভেলাপমেন্টের সক্ষমতা অর্জন করতে হবে।
WordPress Plugin. Theme Development এর মাঝে নিজেকে সীমিত রাখলে চলবে না, WordPress এর মত একটা CMS নিজে কিভাবে develop করা যায় – ভেবে বের করতে হবে।
শুধু Android Activity, Services লেখা না – ভাবতে হবে – আমিই যদি Android এর মত একটা Smartphone OS develop করতাম – কিভাবে করতাম?
সেরা ডেভেলাপার হতে চাইলে জানতে হবে Under the hood – “Hadoop” কিভাবে কাজ করে, নিজে অমন একটা Mapreduce Framework কিভাবে Develop করা যায়। শুধু “Map” আর “Reduce” লিখতে জানলেই চলবে না !
অর্থনীতি ও বাণিজ্য Business & Economy
- E-Commerce: বিক্রেতা থেকে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেবে Bikroy.com – ইকমার্স সাইট হিসেবে যাত্রা শুরু [প্রথম আলো]
“Bikroy.com বিক্রেতার অনুরোধে একজন প্রতিনিধি পাঠাবে যিনি বিক্রেতার পণ্যটি সংগ্রহ করে তা ক্রেতার কাছে পৌঁছে দেবেন। একইভাবে পণ্য বিক্রির টাকা আবার বিক্রেতাকে পৌঁছে দেবেন। Bikroy.com এর কাস্টমার সাপোর্ট টিম ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারণে সাহায্য করবেন।”
পরবর্তী ধাপে Bikroy.com কে “E-Commerce Platform” হিসেবে গড়ে তোলা হবে।
ব্যাপারটা Shopping Mall এর সাথে তুলনীয়।
Shopping Mall -এ 3rd Party যেমন নিজস্ব Store গড়ে তুলতে পারেন, Bikroy.com “Platform” এর ওপর যে কেউ নিজস্ব “e-Store” গড়ে তুলতে পারবেন।
- অর্থ আদানপ্রদান
- পণ্য পৌছে দেওয়া
- E-Commerce Website & App Development
- Data Analytics
- Supply Chain Management (SCM) Software, Inventory Management Software
- Sales Forecasting & Prediction for clients (Internal Team)
– প্রত্যেকটির সম্পূর্ণ দায়িত্ব নেবে Bikroy.com.
দেশের উদ্যোক্তাদের জন্য দারুণ সুযোগ ! #EntrepreneurshipDevelopment