রাজনীতি
রাজনৈতিক সংস্কার #PoliticalReform
- খালেদা জিয়ার ‘শিশুতোষ বক্তব্য’-এ বিএনপির দলীয় ইমেজ ক্ষুন্ন হচ্ছে: বিএনপির সংস্কারপন্থী নেতা কামরুল হাসান নাসিম #PoliticalReform
“সংস্কারপন্থী নেতা কামরুল হাসান নাসিম বলেন, ২ থেকে ৪ জন ব্যক্তির ‘ভাইরাস’ ভূমিকা মূল ধারার রাজনৈতিক শক্তি থেকে বিএনপিকে আজ ‘অপশক্তি’তে পরিণত করেছে।
কামরুল হাসান নাসিম আরও বলেন, পুনর্গঠিত বিএনপির মূললক্ষ্য হবে খুব দ্রুত জনগণের জন্য অর্থনৈতিক পরিকল্পনা দাঁড় করানো। বাংলাদেশের জনগণের জন্য উন্নত ভিশন দাঁড় করানো হবে এবং দেশ সেবায় নেমে পড়তে হবে।”
সারাদেশ
Bangladesh Armed Forces: Army, Navy, Air Force #BDArmy #BDNavy #BDAirForce