ঐক্য
- ‘১৬ কোটি মানুষের এই দেশে সুস্থ রাজনীতি প্রতিস্থা করতে হবে’: সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন [প্রথম আলো]
“জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, আস্থাহীনতার কারণে জনগণ ও রাজনীতি আজ বিচ্ছিন্ন। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী আবদুল মান্নান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠা করাটা এখনকার চ্যালেঞ্জ।
বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেঞ্জামিন ডি কস্তা, অধ্যাপক দিলারা চৌধুরী, শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আখতার, প্রকৌশলী ম. ইনামুল হক, অর্থনীতিবিদ রেজা কিবরিয়া।”
রাজনৈতিক সংস্কার #PoliticalReform
- খুলনায় শিক্ষককে মারলেন ছাত্রলীগ নেতারা [প্রথম আলো]