শিক্ষা Education
যেকোন গোলমেলে পরিস্থিতিতে উপস্থিত নারীদের নিরাপদ দূরত্বে যেতে অনুরোধ করতে হবে এবং না সরা পর্যন্ত কর্মকান্ড স্থগিত রাখতে হবে। এই ন্যূনতম ভদ্রতাটুকু প্রত্যেক বাংলাদেশীর মাঝে থাকতে হবে।
চলতি বছরের বাজেটে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর আরোপিত সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হোক
Economics 101: Budget and Taxation
একটা দেশে সরকার ট্যাক্স, ভ্যাট (VAT – ভালু-অ্যাডেড ট্যাক্স) কেন আরোপ করে?
জনগণের উপর ট্যাক্স আরোপ করা হয় সরকারি প্রতিষ্ঠানগুলো এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য।
বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর বাড়তি ভ্যাট আরোপের যৌক্তিকতা আছে কি?
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি আমরা লক্ষ্য করি।
দেশে দুর্নীতি কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণে।
হরতাল – অবরোধের সংস্কৃতি বিলোপের পথে।
কমার্শিয়াল অ্যাক্টিভিটিস পরিচালনার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো, যেমন – ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রান্সপোরটেশান, বিদ্যুৎ, গ্যাস, ফাইনান্স বা অর্থসংস্থান, তথ্যপ্রযুক্তিগত সেবা, ফাইনান্সিয়াল টেকনোলজি, লজিস্টিকস বা পণ্য পরিবহণ – প্রত্যেকটি ক্ষেত্রে খুব সম্প্রতি ব্যাপক উন্নয়ন ঘটেছে।
ফলে Ease of Doing Business এর দিক দিয়ে বাংলাদেশ খুব দ্রুত অনেকখানি এগিয়ে গেছে। বাংলাদেশ কিন্তু অনেকটা হঠাৎ করেই প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে / ছাড়ানোর পথে।
Ease of Doing Business এর ফলশ্রুতিতে দেশে ইকোনমিক এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটিস উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উপর রয়েছে সরকারের নির্ধারিত ট্যাক্স। ফলে দেশের উন্নয়নের সমান্তরালে সরকারের ট্যাক্স আদায়ের পরিমাণও বাড়ছে।
গত এক বছরে পাবলিক ইউটিলিটিস-র (বিদ্যুৎ, গ্যাস, ওয়াটার সাপ্লাই) বিল পরিশোধে দুর্নীতি কমেছে। একইভাবে কাস্টমসে শুল্ক আদায়ে দুর্নীতি আমরা অনেকখানি কমিয়ে এনেছি। এই ক্ষেত্রগুলো থেকেও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে সরকারের অর্থ আদায়।
ইন্ডিকেটরস বলছে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ট্যাক্স আদায় হবে। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে উচ্চশিক্ষার উপর বাড়তি ভ্যাট আরোপ অপ্রয়োজনীয় বলে প্রতীয়মান হচ্ছে।
আমরা মনে করি, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর আরোপিত ভ্যাট মধ্যবিত্ত পরিবারগুলোর উপর বাড়তি চাপ তৈরি করবে।
চলতি বছরের বাজেটে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর আরোপিত সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট অবিলম্বে প্রত্যাহার করা হোক।
- ভ্যাট প্রত্যাহারের দাবিতে সমন্বিত আন্দোলন কর্মসূচিতে নামছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা [Independent TV]
রাজনৈতিক সংস্কার #PoliticalReform
“ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাম্প্রতিক সময়ে দলে ‘আদর্শগত সংস্কার’ (Ideological Reform) এর উপর গুরুত্বারোপ করছেন। বঙ্গবন্ধুর আদর্শ হারিয়ে দলটি বর্তমানে ‘আদর্শগত সংকট’ (Ideological Crisis) এ রয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, সঠিক আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ না করলে বিরোধী দলের নেতৃত্বেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।”
বাণিজ্য ও অর্থনীতি Business & Economy
Transportation
Textile & Garment