ঐক্য
- গণতন্ত্র একশ হাত মাটির নিচে, শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের টাকা আদায় অনৈতিক: সাবেক রাষ্ট্রপতি এরশাদ [প্রথম আলো]
“জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘মানুষ আওয়ামী লীগ-বিএনপির দুঃশাসনের অবসান চায়। গণতন্ত্রের নামে তারা দলতন্ত্র করেছে। এর গোড়াপত্তন করেছে বিএনপি আর পাকাপোক্ত করেছে আওয়ামী লীগ।”
রাজনৈতিক সংস্কার #PoliticalReform
- ভ্যাটবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথ শিক্ষার্থীদের দখলে [প্রথম আলো] #PoliticalReform
“রাজধানীজুড়ে সমাবেশ – মিছিল চললেও সমাধানে সরকারের পক্ষ থেকে কাউকে আলোচনার উদ্যোগ নিতে দেখা যায়নি। জাতীয় রাজস্ব বোর্ড এক ব্যাখ্যায় ছাত্রদের ভ্যাট দিতে হবে না বললেও শিক্ষার্থীরা সঙ্গত কারণে তা গ্রহণ করেননি। পুলিশ সমাবেশস্থলগুলোতে সারাদিন উপস্থিত ছিলেন নীরব ভুমিকায়। পুলিশের শক্তি প্রয়োগ না করার সিদ্ধান্ত বিভিন্ন মহল ইতিবাচক হিসেবে দেখছে!
সরকারের কাজে হঠাৎ করেই একধরণের সমন্বয়হীনতা লক্ষণীয়।”
NO VAT ON EDUCATION
- ভ্যাট বাতিলের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে [প্রথম আলো]